নির্মিতিবাংলাভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে, “আমি তবে কোথা দিয়ে ঢুকি”?

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে, “আমি তবে কোথা দিয়ে ঢুকি”?

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি ভাবসম্প্রসারণ দেখব – দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে, “আমি তবে কোথা দিয়ে ঢুকি”?। এই ভাবসম্প্রসারণটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই ভাবসম্প্রসারণটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো ভাবসম্প্রসারণ নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে, “আমি তবে কোথা দিয়ে ঢুকি”?

মূলভাব : সত্যের অনুসন্ধান ছাড়া জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করা যায় না। সত্য বস্তুটি নানা ভুল-ভ্রান্তি ও মিথ্যার দ্বারা আবৃত।

সম্প্রসারিত ভাব : ভুল এবং শুদ্ধতা নিয়েই মানুষের জীবনধারা এগিয়ে চলে। ভুল-ভ্রান্তি, সত্য-মিথ্যা ও আলো-অন্ধকারের মতো একে অন্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। জীবনের বহু বিচিত্র অভিজ্ঞতার কঠিন পথে চলতে চলতেই মানুষ সত্যের মুখোমুখি হয়। নানান ভুলের জটিলতা অপসারণ করে মানুষ লাভ করে বিশুদ্ধ জ্ঞান ও সত্য। সত্যের সন্ধানে যারা ভুল-ভ্রান্তিকে উপেক্ষা করে চলে তারা কখনোই প্রকৃত সত্যের সন্ধান পায় না। কাজ করতে গেলে ভুল হতেই পারে কিন্তু ভুল-ত্রুটি সত্যের প্রতিবন্ধক নয় । যে-লোক ভুলের ভয়ে তার উদ্দেশ্য ও কর্মসাধনা থামিয়ে রাখল সে কখনো সত্যের সন্ধান পেলো না। আলোর অস্তিত্বকে উপলব্ধি করতে হলে অন্ধকারের পাশে তাকে দাঁড় করাতে হবে— তবেই তার অস্তিত্বের উজ্জ্বলতা ধরা পড়বে। সত্যকে মিথ্যার কষ্টি পাথরে যাচাই করতে পারলেই তবেই পরিশুদ্ধ সত্যকে লাভ করা যাবে। জীবনের খেলাঘরে ভুলের প্রবেশ ঠেকাতে যদি দ্বার বন্ধ রাখা হয় তবে সে ঘরে কখনো সত্যের আলো প্রবেশ করতে পারবে না। তাই ভুল-ভ্রান্তির অবাধ প্রবেশের জন্য জীবনের জানালা উন্মুক্ত রাখা প্রয়োজন।

মন্তব্য : মানব জীবনে সত্যের অন্বেষণ একটি মহৎগুণ। নানা জটিলতা ও ভ্রান্তিকে অতিক্রম করেই সত্যকে লাভ করতে হয়।

আরও পড়ুনঃ

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

অনুচ্ছেদঃ গ্রাম্যমেলা

Swopnil

পত্রঃ বাড়ি থেকে ছাত্রাবাসে নিরাপদে পৌঁছেছ তা জানিয়ে মায়ের নিকট পত্র লেখ

Swopnil

অনুচ্ছেদঃ রিকশাওয়ালা

Swopnil