, ,

সারমর্মঃ আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা

Posted by

আমার একার সুখ সুখ নহে ভাই, 
সকলের সুখ সখা, সুখ শুধু তাই। 
আমার একার আলো সে যে অন্ধকার 
যদি না সবারে অংশ দিতে আমি পাই। 
সকলের সাথে বন্ধু সকলের সাথে, 
যাইব কাহারে বলো ফেলিয়া পশ্চাতে? 
ভাইটি আমার সেতো ভাইটি আমার, 
নিয়ে যদি নাহি পারি হতে অগ্রসর; 
সে আমার দুর্বলতা, শক্তি সেতো নয়। 
সবই আপন হেথা, কে আমার পর? 
হৃদয়ের যোগে সেকি কভু ছিন্ন হয়?
একসাথে বাঁচি, আর একসাথে মরি,
এসো বন্ধু, এ জীবন সুমধুর করি।

সারমর্ম: মানুষের একার সুখ প্রকৃত সুখ নয়। দুঃখী মানুষকে সুখী করার মধ্যেই রয়েছে প্রকৃত সার্থকতা। সবার সঙ্গে একত্রে সুখে বাঁচার মধ্যেই জীবন সুমধুর হয়ে ওঠে।

সারমর্মঃ আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা

সারমর্মঃ গাহি তাহাদের গান, ধরণীর বুকে দিল যারা আনি ফসলের ফরমান

সারমর্মঃ বিশ্ব-জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

সারমর্মঃ বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে

সারমর্মঃ উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *