বিশ্ব-জোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবের নতুন জিনিস
শিখছি দিবারাত্র;
এই পৃথিবীর বিরাট খাতায়-
পাঠ্য যে-সব পাতায় পাতায়,
শিখছি সে-সব কৌতূহলে —
সন্দেহ নাই মাত্র।
(তথ্যসূত্র: সবার আমি ছাত্র)
সারমর্ম: শিক্ষার কোনো শেষ নেই। চারপাশের সবকিছুই আমাদের কোনো না কোনোভাবে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে আছে । এ শিক্ষা আহরণ করতে প্রয়োজন কেবল সূক্ষ্ম অন্তদৃষ্টি। মানবিক ও নৈতিক শিক্ষাও আমরা আমাদের আপন পরিবেশ থেকেই লাভ করি।
সারমর্মঃ উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের
সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা
সারমর্মঃ আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা