ভাবসম্প্রসারণঃ নহে আশরাফ আছে যার শুধু বংশ পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি ভাবসম্প্রসারণ দেখব – নহে আশরাফ আছে যার শুধু বংশ পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়। এই ভাবসম্প্রসারণটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই ভাবসম্প্রসারণটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো ভাবসম্প্রসারণ নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

নহে আশরাফ আছে যার শুধু বংশ পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়

মূলভাব : বংশ পরিচয়ই আভিজাত্যের মূল কথা নয় যার জীবন পুণ্য-কর্মে পরিপূর্ণ তিনিই প্রকৃত আশরাফ।

সম্প্রসারিত ভাব : কোনো মানুষের মূল্যায়ন তার বংশ পরিচয় আর আভিজাত্য দ্বারা নির্ণীত না হয়ে বরং তা তার কর্মফল দ্বারাই নির্ণীত হওয়া উচিত। বংশমর্যাদা জীবনের শ্রেষ্ঠত্ব বহন করে না। প্রচলিত সমাজ ব্যবস্থায় বংশ পরিচয়ের একটি গুরুত্ব দেওয়া হয় বটে কিন্তু কেবল বংশমর্যাদাই মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। প্রচলিত সমাজ ব্যবস্থায় মানুষ উঁচু-নীচু, আশরাফ-আতরাফ ভেদ- রেখা টেনে বৈষম্য সৃষ্টি করে বটে কিন্তু প্রকৃতপক্ষে বংশ পরিচয় তেমন কোনো গুরুত্ব বহন করে না। উঁচু বংশে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি যদি অসৎকর্মে লিপ্ত হয় বা জ্ঞান-গরিমার দিক থেকে নিকৃষ্ট হয়, সেক্ষেত্রে তার বংশমর্যাদা অর্থহীন। কারণ সে তখন কৃতকর্মের জন্য সমাজে নিন্দিত হয়ে থাকে। পক্ষান্তরে, নীচু বংশে জন্মগ্রহণ করে কেউ যদি শিক্ষা-দীক্ষা, কর্মে-জ্ঞানে, আদর্শ-আলাপে সত্যনিষ্ঠার পরিচয় দেন তবে সেক্ষেত্রে তিনি সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে সক্ষম হবেন। ইতিহাসের পাঁড়ায় দৃষ্টি নিবদ্ধ করলে দেখা যাবে যে, নীচু বংশে জন্মগ্রহণ করেও বহুলোক সাধনা, সততা ও মহৎ জীবনাচরণের জন্য পৃথিবীর বুকে স্বনামধন্য হয়ে আছেন। আবার অনেকে অভিজাত বংশে জন্মগ্রহণ করে অপকর্ম ও অসদাচরণের জন্য সমাজের নিম্নস্তরে নেমে গেছেন। সুতরাং পুণ্য-কর্মময় জীবনের অধিকারী যারা তারাই প্রকৃত আশরাফ।

See also  ভাবসম্প্রসারণঃ স্বাস্থ্যই সকল সুখের মূল

মন্তব্য: বংশ- গৌরবের চেয়ে কর্ম-গৌরবই শ্রেষ্ঠ। বংশ গৌরব আর আভিজাত্যের অহমিকা মানবিক গুণাবলিকে বিনষ্ট করে ।

আরও পড়ুনঃ

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Leave a Comment