ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল।
মুহূর্ত নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ,
রচে যুগ-যুগান্তর-অনন্ত মহান,
প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ,
ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ।
প্রতি করুণার দান, স্নেহপূৰ্ণ বাণী,
এ ধরায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি।
সারমর্ম: কোনো কিছুকেই ছোটো করে দেখা উচিত নয়। ছোটো ছোটো অপরাধই একসময় মহাপাপের জন্ম দেয়। অপরপক্ষে সামান্য স্নেহ ও করুণার বাণী পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।