নির্মিতিবাংলাসারমর্ম

সারমর্মঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল

সারমর্মঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল

ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল। 
মুহূর্ত নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ, 
রচে যুগ-যুগান্তর-অনন্ত মহান, 
প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ, 
ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। 
প্রতি করুণার দান, স্নেহপূৰ্ণ বাণী, 
এ ধরায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি।

সারাংশ ও সারমর্ম লেখার নিয়ম

সারমর্ম: কোনো কিছুকেই ছোটো করে দেখা উচিত নয়। ছোটো ছোটো অপরাধই একসময় মহাপাপের জন্ম দেয়। অপরপক্ষে সামান্য স্নেহ ও করুণার বাণী পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।

Related posts

ভাবসম্প্রসারণঃ কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ?

Swopnil

রচনাঃ শিক্ষাঙ্গনে সন্ত্রাস

Swopnil

রচনাঃ বাংলাদেশের খেলাধুলা

Swopnil