নির্মিতিবাংলাসারমর্ম

সারমর্মঃ আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা

আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা

আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! 
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, 
পাহাড়-কাটা সেই পথের দু-পাশে পড়িয়া যাদের হাড়, 
তোমারে সেবিতে হইলো যাহারা মজুর, মুটে ও কুলি, 
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি,
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

সারমর্মঃ কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর?

সারমর্মঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল

সারাংশ ও সারমর্ম লেখার নিয়ম

সারমর্ম: শ্রমজীবী মানুষের অবদানের জন্যই মানবসভ্যতার অগ্রগতি সাধিত হয়েছে। অথচ প্রায়ই আমরা তাদের অবদানকে অস্বীকার করি। কিন্তু তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের একান্ত কর্তব্য।

Related posts

ভাবসম্প্রসারণঃ যেমন কর্ম তেমন ফল

Swopnil

পত্রঃ  সংবাদপত্র পাঠের উপকারিতা বর্ণনা করে বন্ধুকে পত্র লেখ

Swopnil

আবেদন পত্রঃ ‘মশক নিধন’ অভিযান শুরু করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন পত্র লেখ

Swopnil