নির্মিতিবাংলাসারমর্ম

সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা

সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা

বিপদে মোরে রক্ষা করো,
এ নহে মোর প্রার্থনা —
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখ-তাপে ব্যথিত চিত্তে
নাইবা দিলে সান্ত্বনা,
দুঃখ যেন করিতে পারি জয় ।
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।

সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা

সারমর্মঃ আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা

সারমর্মঃ কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর?

সারমর্মঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল

সারাংশ ও সারমর্ম লেখার নিয়ম

সারমর্ম: অন্যের করুণার ওপর নির্ভর না করে দৃঢ় মনোবলের সাহায্যেই মানুষ জীবনের নানা সংকট মোকাবিলা করতে পারে। আত্মশক্তির মাধ্যমেই মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে।

Related posts

পত্রঃ তোমার দেখা একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ

Swopnil

রচনাঃ মে দিবস

Swopnil

রচনাঃ মাদকাসক্তি ও তার কুফল

Swopnil