বিপদে মোরে রক্ষা করো,
এ নহে মোর প্রার্থনা —
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখ-তাপে ব্যথিত চিত্তে
নাইবা দিলে সান্ত্বনা,
দুঃখ যেন করিতে পারি জয় ।
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা
সারমর্মঃ আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা
সারমর্মঃ কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর?
সারমর্ম: অন্যের করুণার ওপর নির্ভর না করে দৃঢ় মনোবলের সাহায্যেই মানুষ জীবনের নানা সংকট মোকাবিলা করতে পারে। আত্মশক্তির মাধ্যমেই মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে।