বাংলাচিঠিনির্মিতি

পত্রঃ পরীক্ষায় সাফল্য লাভের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ

পরীক্ষায় সাফল্য লাভের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি পত্র দেখব – পরীক্ষায় সাফল্য লাভের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ। এই পত্রটি অনেক গুরুত্বপূর্ণ একটি পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই পত্রটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো পত্র নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

পরীক্ষায় সাফল্য লাভের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ

ফেব্রুয়ারি, ২০১৮

রংপুর জেলা স্কুল, রংপুর ২

সুপ্রিয় সোহাগ,

অফুরন্ত শুভেচ্ছা নিও। পরীক্ষায় তোমার কৃতিত্বপূর্ণ ফলাফলের সংবাদে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এতদিন যাবৎ যে শুভ ফলাফলের প্রতীক্ষায় ছিলাম আজ তার আনন্দপূর্ণ প্রাপ্তি ঘটেছে। আমি নিশ্চিত ছিলাম যে, তুমি গোল্ডেন মার্ক পাবেই। কারণ পড়াশুনার প্রতি তুমি অতিশয় যত্নশীল ও মনোযোগী ছিলে। তোমার উচ্চাকাঙ্ক্ষা এবং নিয়মিত অধ্যয়নই তোমাকে এনে দিয়েছে এ সাফল্য। আসলে “Fortune favours the industrious.” তোমার কৃতিত্বের জন্য এ আনন্দঘন মুহূর্তে তোমাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ।

দীর্ঘদিনের নিরলস সাধনা আজ তোমার জন্যে যে সাফল্য বয়ে এনেছে। আগামী দিনগুলোতেও তার ধারাবাহিকতা বজায় থাকুক। ভবিষ্যতে তুমি আরো গৌরবজনক ফলাফল লাভ কর— গভীর আন্তরিকতার সাথে সেই কামনাই করছি। তোমার আগামীদিনগুলো ভরা থাকুক সাফল্যে এবং আনন্দে। তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।

ইতি

তোমার প্রীতিমুগ্ধ

শুভ

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

See also  অনুচ্ছেদঃ চায়ের দোকান

Related posts

অনুচ্ছেদঃ রিকশাওয়ালা

Swopnil

অনুচ্ছেদঃ দেশপ্রেম

Swopnil

অনুচ্ছেদঃ রোবট

Swopnil

Leave a Comment