নির্মিতিবাংলাসারমর্ম

সারমর্মঃ কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর?

সারমর্মঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল

কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর? 
মানুষের মাঝে স্বর্গ নরক — মানুষেতে সুরাসুর
রিপুর তাড়নে যখন মোদের বিবেক পায়গো লয়, 
আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে 
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।

সারমর্মঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল

সারাংশ ও সারমর্ম লেখার নিয়ম

সারমর্ম: স্বর্গ ও নরক পরলোকের ব্যাপার হলেও ইহলোকেই তার অস্তিত্ব অনুভব করা যায়। বিবেকবোধ বিসর্জন দিয়ে অপকর্মে মেতে উঠলে মানবজীবনে নেমে আসে নরক-যন্ত্রণা। আর মানুষে মানুষে প্রীতিময় সুসম্পর্ক গড়ে তুলতে পারলে পৃথিবীতেই স্বর্গসুখ অনুভব করা যায়।

Related posts

অনুচ্ছেদঃ গ্রাম্যমেলা

Swopnil

পত্রঃ কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে একটি পত্র লেখ

Swopnil

ভাবসম্প্রসারণঃ নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশীয় ভাষা, পুরে কি আশা?

Swopnil