কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ নরক — মানুষেতে সুরাসুর
রিপুর তাড়নে যখন মোদের বিবেক পায়গো লয়,
আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।
সারমর্ম: স্বর্গ ও নরক পরলোকের ব্যাপার হলেও ইহলোকেই তার অস্তিত্ব অনুভব করা যায়। বিবেকবোধ বিসর্জন দিয়ে অপকর্মে মেতে উঠলে মানবজীবনে নেমে আসে নরক-যন্ত্রণা। আর মানুষে মানুষে প্রীতিময় সুসম্পর্ক গড়ে তুলতে পারলে পৃথিবীতেই স্বর্গসুখ অনুভব করা যায়।