বাংলাদরখাস্তনির্মিতি

আবেদন পত্রঃ গ্রামে নলকূপ বসানোর আবেদন জানিয়ে চেয়ারম্যানের নিকট দরখাস্ত লেখ

গ্রামে নলকূপ বসানোর আবেদন জানিয়ে চেয়ারম্যানের নিকট দরখাস্ত লেখ

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি আবেদন পত্র দেখব – গ্রামে নলকূপ বসানোর আবেদন জানিয়ে চেয়ারম্যানের নিকট দরখাস্ত লেখ। এইটি অনেক গুরুত্বপূর্ণ একটি আবেদন পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এইটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো আবেদন পত্র নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

গ্রামে নলকূপ বসানোর আবেদন জানিয়ে চেয়ারম্যানের নিকট দরখাস্ত লেখ

১০ অক্টোবর, ২০১৮

বরাবর

চেয়ারম্যান

১নং আলমপুর ইউনিয়ন পরিষদ

তারাগঞ্জ, রংপুর।

বিষয় : নলকূপ বসানোর আবেদন ।

জনাব,

আমরা ১নং আলমপুর ইউনিয়নের শেরমস্ত বাঙ্গালীপুর গ্রামের অধিবাসীবৃন্দ দীর্ঘদিন যাবৎ পানীয় জলের অভাবে নিদারুণ কষ্ট ভোগ করে আসছি। শেরমস্ত বাঙ্গালীপুর এ ইউনিয়নের একটি সুবৃহৎ গ্রাম। এ গ্রামের লোকসংখ্যা প্রায় ছয় হাজার। গ্রামে বিশুদ্ধ পানীয় জলের জন্যে মাত্র দুটি নলকূপ আছে। তন্মধ্যে একটি নলকূপ অকেজো। বাকি একটি নলকূপে সমগ্র গ্রামের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করা অসম্ভব। দু’একটি ইদারা কুয়া যা-ও আছে বর্ষা মৌসুমে প্লাবিত হওয়ায় সেগুলোর পানিও স্বাস্থ্যসম্মত নয়। বিশুদ্ধ না হলেও অনন্যোপায় হয়ে অনেককে কুয়া বা ইদারার পানি পান করতে হয়। ফলে গ্রামে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস প্রভৃতি পানিবাহিত রোগ লেগেই আছে। ‘এসব রোগের শিকার হয়ে অনেকে অকালে মৃত্যুমুখে পতিত হচ্ছে। শুষ্ক মৌসুমে পানীয় জলের | সংকট আরো তীব্র আকার ধারণ করে ।

অতএব, জনাব সমীপে শেরমস্ত বাঙ্গালীপুর গ্রামবাসীর বিনীত আরজ এই যে, গ্রামের সুবিধাজনক স্থানে কয়েকটি নলকূপ স্থাপন করে দরিদ্র গ্রামবাসীর পানীয় জলের কষ্ট নিবারণে যত্নবান হবেন।

নিবেদক

এলাকাবাসীর পক্ষে

মোঃ শাহরিয়ার হোসেন (আয়াত)

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে আবেদন পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

See also  অনুচ্ছেদঃ বায়ু দূষণ

Related posts

অনুচ্ছেদঃ রোবট

Swopnil

রচনাঃ বাংলাদেশের মৎস্য সম্পদ

Swopnil

ভাবসম্প্রসারণঃ অল্প বিদ্যা ভয়ংকরী

Swopnil

Leave a Comment