বাংলাচিঠিনির্মিতি

পত্রঃ তোমার জীবনের লক্ষ্য কী, সে বিষয়ে তোমার পিতার নিকট পত্র লেখ

তোমার জীবনের লক্ষ্য কী, সে বিষয়ে তোমার পিতার নিকট পত্র লেখ

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি পত্র দেখব – তোমার জীবনের লক্ষ্য কী, সে বিষয়ে তোমার পিতার নিকট পত্র লেখ। এই পত্রটি অনেক গুরুত্বপূর্ণ একটি পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই পত্রটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো পত্র নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

তোমার জীবনের লক্ষ্য কী, সে বিষয়ে তোমার পিতার নিকট পত্র লেখ

২২-০৭-২০১৮ ইং

আলীকদম, বান্দরবান

আব্বাজান,

আমার সশ্রদ্ধ সালাম নিবেন। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলেই আছেন। আমাদের নির্বাচনী পরীক্ষার ফলাফল অতি শীঘ্রই প্রকাশিত হবে। ফলাফল সন্তোষজনক হবে বলে আমি একান্তই আশাবাদী। তারপর এসএসসি পরীক্ষা পাশের পরেই আমি একাদশ শ্রেণির ছাত্র হবো। অর্থাৎ স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে প্রবেশ করবো। একথা ভাবতে বেশ আনন্দ লাগছে। সেই সাথে এটাও ভাবছি যে, এখনই আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য স্থির করে নেওয়া উচিত। এ সময় যদি জীবনের লক্ষ্য স্থির করা না হয় তবে ভবিষ্যৎ জীবনে সুনির্দিষ্ট সাফল্যের পথে অগ্রসর হওয়া কঠিন হবে বলে মনে করি আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের শতকরা ৮০ ভাগ লোক কৃষিজীবী । কৃষি নির্ভর অর্থনীতিকে সুদৃঢ় করতে আমি ভবিষ্যতে একজন কৃষিবিদ হতে চাই। কৃষির ওপর উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের উৎপাদন ব্যবস্থায় নিজেকে সরাসরি সম্পৃক্ত করতে চাই। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় উৎপাদন হার নিতান্তই কম। এর মূল কারণ অনুন্নত কৃষি ব্যবস্থা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রতি কৃষকদের অনীহা এবং অজ্ঞতা। এছাড়া রয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব। তাই ভবিষ্যতে নিজেকে একজন কৃষিবিদ হিসেবে গড়ে তুলতে চাই। আধুনিক প্রযুক্তি এবং উন্নত চাষাবাদ সম্বন্ধে কৃষকদেরকে প্রয়োজনীয় জ্ঞান দান করে সনাতন কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনে আত্মনিয়োগ করতে চাই। আশা করি, আমার এ ভবিষ্যৎ জীবনের লক্ষ্য সম্পর্কে আপনিও একমত হবেন এবং আমাকে উৎসাহিত করবেন ।

See also  রচনাঃ কম্পিউটার

আপনাদের দোয়ায় আমি ভালো আছি ! আপনার মতামতের প্রত্যাশায় রইলাম ।

ইতি

আপনার স্নেহের

রাশেদুল

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

ভাবসম্প্রসারণঃ বিদ্বানের দোয়াতের কালি শহিদের রক্তের চেয়েও পবিত্র

Swopnil

ভাবসম্প্রসারণঃ ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনির কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে

Swopnil

পত্রঃ বাড়ি থেকে ছাত্রাবাসে নিরাপদে পৌঁছেছ তা জানিয়ে মায়ের নিকট পত্র লেখ

Swopnil

Leave a Comment