সারমর্মঃ বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে

বিপুলা পৃথিবী, প্রসারিত পথ,
যাত্রীরা সেই পথে,
চলে কর্মের আহ্বানে কোন
অনন্ত কাল হতে
মানব জীবন! শ্রেষ্ঠ, কঠোর
কর্মে সে মহীয়ান,
সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা
আলোকে দীপ্তিমান।
পায়ের তলার মাটিতে, আকাশে,
সমুখে, সিন্ধুজলে
বিজয় কেতন উড়ায়ে মানুষ
চলিয়াছে দলে দলে ।
(তথ্যসূত্র: সাম্য)

সারমর্ম: বিশাল পৃথিবীতে মানুষ অনন্তকাল ধরে উন্নয়নের পথে ধাবমান। এ অগ্রযাত্রা ব্যক্তি মানুষের একার পক্ষে সম্ভব ছিল না। সকলের সম্মিলিত প্রয়াসে কঠোর পরিশ্রম আর সংগ্রামের মধ্য দিয়েই মানব জাতির অগ্রগতি সাধিত হয়েছে। এজন্য সকল বিভেদকে উপেক্ষা করে মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দের পরিবেশ সৃষ্টি করতে হবে।

সারমর্মঃ উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের

সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা

সারমর্মঃ আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা

সারমর্মঃ কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর?

সারমর্মঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল

Leave a Comment