, ,

ভাবসম্প্রসারণঃ যেমন কর্ম তেমন ফল

Posted by

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি ভাবসম্প্রসারণ দেখব – যেমন কর্ম তেমন ফল। এই ভাবসম্প্রসারণটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই ভাবসম্প্রসারণটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো ভাবসম্প্রসারণ নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

যেমন কর্ম তেমন ফল

মূলভাব : ফল লাভের বিষয়টি কাজের প্রকৃতির ওপর নির্ভরশীল। কাজেই কোনো ফলের ব্যাপারে অন্যকে দায়ী করার সুযোগ নেই । ভালো কাজের ফল ভালো এবং মন্দ কাজের ফল মন্দ হবে এটাই স্বাভাবিক।

সম্প্রসারিত ভাব : মানুষ সৃষ্টির সেরা জীব। স্রষ্টা তাকে দিয়েছেন বিবেক-বুদ্ধি আর স্বাধীন সত্তা, যার প্রয়োগে সে নিজের হাতেই নিজের ভাগ্য গড়তে পারে। ইচ্ছে করলে সে জীবনকে সুখময় ও নিরাপদ করতে পারে। কেউ যদি জীবনে সুখী হতে চায়, সমৃদ্ধি অর্জন করতে চায়, তাহলে তাকে সৎপথে অসংগত-অনৈতিক কাজেই নিজেদের জড়িয়ে রাখে। পরিণতিতে যখন জীবনে নানা বিপত্তি সৃষ্টি হয় তখন তার দায় চাপিয়ে ভাগ্যের ওপর, নতুবা অন্যদের ওপর। কিন্তু এটা মোটেই গ্রহণযোগ্য কাজ নয়। প্রকৃতপক্ষে ভাগ্য বলতে কিছু নেই, ভাগ্য নির্ণয় মানুষের কাজের মাধ্যমেই। ধ্বনির যেমন প্রতিধ্বনি আছে এবং বস্তুর যেমন আছে ছায়া, তেমনি কর্মের আছে সুনির্দিষ্ট ফল। কেউ সেটিই। আর বীজ না বুনলে ফসল পাবার তো প্রশ্নই ওঠে না। ছাত্রজীবনে ভালো ফলাফল তখনই পাওয়া যাবে, যখন কেউ যদি অন্যের সাথে সুন্দর আচরণ করে, অন্যদের কাছ থেকেও সহৃদয় আচরণ পাবে। জমিতে যে বীজ বোনা হয় ফসলও পাওয়া যায় নয় । আল্লাহ মানুষকে পরকালে স্বর্গ-নরক দেবেন তার পার্থিব কর্ম অনুযায়ী। তাই নিজের সার্বিক মঙ্গলের জন্য সৎকর্ম করা জরুরি। নিয়মমাফিক পড়াশোনা করবে। আর অলসা কিংবা পড়াশোনার বাইরে কোনো কাজ করলে তারফলে ভালো ফল অর্জন করা সম্ভব

মন্তব্য : ‘যেমন কর্ম তেমন ফল’ কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা যদি জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি তাহলে অবশ্যই সৎকর্মে ব্যাপৃত হতে হবে। ভালো কাজ না করে ভালো কিছু প্রত্যাশা করা বোকামি মাত্ৰ ৷

আরও পড়ুনঃ

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছে। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *