আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি আবেদন পত্র দেখব – অর্ধদিবসের ছুটি দেবার জন্য অনুরোধ করে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ। এইটি অনেক গুরুত্বপূর্ণ একটি আবেদন পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।
তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এইটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো আবেদন পত্র নিয়ে এসেছি।
তাহলে চলো, শুরু করা যাক।
অর্ধদিবসের ছুটি দেবার জন্য অনুরোধ করে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ
২০ জুন, ২০১৮
বরাবর
প্রধান শিক্ষক
মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা ।
বিষয় : অর্ধদিবসের ছুটির জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, অদ্য বিকেল তিন ঘটিকায় ঢাকা স্টেডিয়ামে ‘গোল্ডকাপ যুব ফুটবল’ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত
হবে। আমরা সকলে এ খেলা দেখতে একান্তভাবে আগ্রহী।
অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, উক্ত খেলা দেখার জন্য অদ্য চতুর্থ ঘণ্টার পর বিদ্যালয় অর্ধদিবসের ছুটি প্রদান
করলে বিশেষভাবে বাধিত হবো ।
নিবেদক
আপনার একান্ত অনুগত
মোহাম্মদ
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে আবেদন পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।