চিঠিনির্মিতিবাংলা

আবেদন পত্রঃ পাঁচ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ

পাঁচ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি আবেদন পত্র দেখব – পাঁচ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ। এইটি অনেক গুরুত্বপূর্ণ একটি আবেদন পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এইটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো আবেদন পত্র নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

পাঁচ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখ

৩ সেপ্টেম্বর, ২০১৮

বরাবর

প্রধান শিক্ষক

রংপুর সরকারি উচ্চ বিদ্যালয়,

রংপুর।

বিষয় : ছুটির জন্য আবেদন ।

মহাত্মন,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন ছাত্র। আগামী ৪ সেপ্টেম্বর, রোজ শুক্রবার, আমার বড় বোনের বিয়ের দিন ধার্য করা হয়েছে। এজন্যে আমি আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারব না ।

অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক আমাকে উল্লেখিত পাঁচ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

মোঃ মাসুম সরকার

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে আবেদন পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

রচনাঃ শীতের সকাল / শীতকাল

Swopnil

রচনাঃ বাংলাদেশের পাখি

Swopnil

রচনাঃ ট্রাফিক জ্যাম ও ঢাকা শহর

Swopnil