আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি ভাবসম্প্রসারণ দেখব – দুঃখের মতো এতো বড় পরশ পাথর আর নাই। এই ভাবসম্প্রসারণটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।
তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই ভাবসম্প্রসারণটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো ভাবসম্প্রসারণ নিয়ে এসেছি।
তাহলে চলো, শুরু করা যাক।
দুঃখের মতো এতো বড় পরশ পাথর আর নাই
মূলভাব: দুঃখকে বরণ করে নিয়েই মানুষ তার জীবনের চরম সত্যকে উপলব্ধি করতে সক্ষম হয়।
সম্প্রসারিত ভাব : সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবনপ্রবাহ। তবে জীবন ও মানব চরিত্রের যথার্থ বিকাশে দুঃখ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত। দুঃখের সংস্পর্শেই মানুষের জীবন সত্য ও সৌন্দর্যে বিকশিত হয়ে ওঠ। দুঃখের মধ্য দিয়ে মানুষ আত্মশক্তির সন্ধান লাভ করে। মানুষের জ্ঞান-গরিমা, বিবেকের উন্মেষ দুঃখ থেকেই ঘটে। দুঃখ মানুষের চরিত্র ও মনুষ্যত্ব খাঁটি সোনায় পরিণত হয়। পৃথিবীতে মহত্ত্ব ও মানবতার যে অফুরন্ত দৃষ্টান্ত রয়েছে তা দুঃখের মাধ্যমের অর্জিত হয়েছে। জগতে যে সকল মনীধী ও মহাপুরুষ সকলের ধ্যানে ও আদর্শে স্থাপিত তারা দুঃখকে বরণ করেই মহৎ হয়েছেন। দুঃখ ছাড়া মহৎ কোনোকিছুই অর্জন করা যায় না। পরশ পাথরের ছোঁয়ায় কয়লা যেমন সোনায় পরিণত হয় তেমন ছোঁয়ায় মানুষের জীবন খাঁটি ও মহৎ হয়। মানুষের জীবন থেকে বিদূরিত হয় অহংকার- অমিকা, সংস্কার-সংকীর্ণতা। ত্যাগ-তিতিক্ষা,- অধ্যবসায় প্রভৃতি গুণ জীবনকে প্রতিষ্ঠার সোপানে অধিষ্ঠিত করে। জগতে সাফল্য ও মহত্ত্ব অর্জনের নেপথ্যে রয়েছে সীমাহীন দুঃখের ইতিহাস। দুঃখ জীবনের ক্লেশ, গ্লানি, দীনতা দূর করে জীবনকে করে তুলে স্বাবলম্বী, সত্যশ্রয়ী ও আত্মলভারী ।
মন্তব্য: দুঃখের দুর্গম পথ অতিক্রম করেই মানুষকে মনুষ্যত্বের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জগতে দুঃখের পরশই হচ্ছে সরল প্রাপ্তির পূর্বশর্ত।
আরও পড়ুনঃ
- ভাবসম্প্রসারণ: আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে
- ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ও পদ্ধতি
- সারমর্মঃ সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা
- সারমর্মঃ আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা
- সারমর্মঃ গাহি তাহাদের গান, ধরণীর বুকে দিল যারা আনি ফসলের ফরমান
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।