বাংলাচিঠিনির্মিতি

পত্রঃ তুমি কেন একজন কম্পিউটার প্রকৌশলী হতে চাও তার কারণ বর্ণনা করে বন্ধুকে চিঠি লেখ

তুমি কেন একজন কম্পিউটার প্রকৌশলী হতে চাও তার কারণ বর্ণনা করে বন্ধুকে চিঠি লেখ

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি পত্র দেখব – তুমি কেন একজন কম্পিউটার প্রকৌশলী হতে চাও তার কারণ বর্ণনা করে বন্ধুকে চিঠি লেখ। এই পত্রটি অনেক গুরুত্বপূর্ণ একটি পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই পত্রটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো পত্র নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

তুমি কেন একজন কম্পিউটার প্রকৌশলী হতে চাও তার কারণ বর্ণনা করে বন্ধুকে চিঠি লেখ

৯ আগস্ট, ২০১৮

জয়নগর, ফরিদপুর

প্রিয় অজয়,

শুভেচ্ছা নিও । আশা করি কুশলেই আছ। তোমাকে ইতোপূর্বে জানিয়ে ছিলাম যে, আমি একজন কম্পিউটার প্রকৌশলী হতে চাই। তুমি আমার ভবিষ্যৎ পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছ বটে—— পাশাপাশি জানতে চেয়েছ কেনো কম্পিউটার প্রকৌশলী হতে চাই । মানুষের বুদ্ধিবৃত্তি উৎকর্ষের এক বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের বহুমুখী ব্যবহার বর্তমান সভ্যতার দুয়ারে এক নতুন ভোরের আলো ফেলেছে। জীবনের বহুবিধ ক্ষেত্রে আজ কম্পিউটারের সফল অবদানে উজ্জ্বল হয়ে ওঠেছে। ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, বিনোদন, যানবাহন নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। রোগ নির্ণয়, পুস্তক প্রকাশ, অনুবাদ, ভাস্কর্য খোদাই, মহাকাশ গবেষণা, আণবিক গবেষণা, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে কম্পিউটার সাফল্যজনক ভূমিকা রাখছে। অর্থনৈতিক পরিকল্পনার যুগে কম্পিউটারের অবদান বলে শেষ করার মতো নয়। দরিদ্র বাংলাদেশকে স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে বলীয়ান হতে হলে বাংলাদেশেও সর্বস্তরে কম্পিউটারের প্রচলন আবশ্যক। এর জন্য চাই কম্পিউটারের ওপর দক্ষ ও যথার্থ প্রশিক্ষিত লোক। নতুন সহস্রাব্দের চ্যালেঞ্জ মোকাবেলায় ও গতিশীল বিশ্বের সঙ্গে সমতালে চলতে হলে জাতীয় উন্নয়নে বাংলাদেশে কম্পিউটার শিক্ষার বিস্তার প্রয়োজন। তাই দেশের ভবিষ্যৎ ও নিজের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে আমি একজন কম্পিউটার প্রকৌশলী হতে আগ্রহী। আশা করি বিষয়টি তুমি সার্বিকভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছ। শুভ কামনা রইল।

See also  পত্রঃ আসন্ন জে.এস.সি. পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ

ইতি

তোমার প্রীতিধন্য

আদনান

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

ভাবসম্প্রসারণঃ স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো

Swopnil

আবেদন পত্রঃ বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বরাবর আবেদন পত্র লেখ

Swopnil

ভাবসম্প্রসারণঃ মুকুট পরা শক্ত, কিন্তু মুকুট ত্যাগ করা আরও কঠিন।

Swopnil

Leave a Comment