আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি ভাবসম্প্রসারণ দেখব – এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই ভাবসম্প্রসারণটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।
তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই ভাবসম্প্রসারণটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো ভাবসম্প্রসারণ নিয়ে এসেছি।
তাহলে চলো, শুরু করা যাক
এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
মূলভাব : পৃথিবীতে যারা প্রচুর সম্পদের মালিক, তাদের সম্পদ তৃষ্ণা কোনোদিন পরতৃপ্ত হয় না ।
সম্প্রসারিত ভাব : অর্থনৈতিক বৈষম্যের দিক থেকে সমাজ প্রধান দু’টি শ্রেণিতে বিভক্ত : ধনী ও দরিদ্র। ধনী সম্প্রদায় সর্বদাই ধন সংগ্রহে ব্যতিব্যস্ত । কীভাবে দরিদ্রের সামান্য সম্পদ গ্রাস করে বিত্তের পাহাড় গড়ে তোলা যায়— সেদিকে ধনী সম্প্রদায় লুব্ধ দৃষ্টি বিস্তার করে থাকে। ধনবানের সম্পদের ক্ষুধা ও বিত্তের আকাঙ্ক্ষা কখনোই পরিতৃপ্ত হয় না। তারা যত পায় তত চায়। দিন দিন তাদের চাওয়া কেবল বাড়তেই থাকে। নানাভাবে তারা মানুষকে শোষণ করে। সম্পদ-গর্বে স্ফীত হয়ে তারা বুক ফুলিয়ে বেড়ায় ও নানারূপ অপকর্মে লিপ্ত হয়। গরিবের সামান্য সম্পদও তাদের অন্যায় গ্রাস থেকে রক্ষা পায় না। গরিবের সম্পদ সামান্য। তাদের চাহিদাও অল্প। অল্পতেই তারা পরিতৃপ্ত থাকে। দু’বেলা দু’মুঠো খেতে পারলেই তারা পরম তৃপ্ত। কিন্তু এ সামান্য সুখটুকুও তাদের জীবনে নিরাপদ নয়। অর্থ-বিত্ত-সম্পদলোভী ধনিক সম্প্রদায় গরিবের শেষ সম্বলটুকু কেড়ে নিতে মোটেও দ্বিধা করে না। আসলে জগতে তাদেরই সম্পদের ক্ষুধা বেশি—যারা প্রচুর অর্থ-বিত্তের মালিক। প্রচুর ধন-সম্পদের মালিক হয়েও তাদের সম্পদ-লিপ্সার কোনো পরিতৃপ্তি নেই—দীন-দরিদ্রের শেষ সম্বলটুকুও ধনিকের থানা থেকে নিরাপদ নয় ।
মন্তব্য : যে যত বেশি প্রাচুর্যের অধিকারী, তার ভোগের আকাঙ্ক্ষাও তত বেশি। ভোগের আকাঙ্ক্ষা একবার জাগ্রত হলে তা নিবৃত্ত না হয়ে কেবল বাড়তে থাকে ৷
আরও পড়ুনঃ
- ভাবসম্প্রসারণ: আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে
- ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ও পদ্ধতি
- সারমর্মঃ সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা
- সারমর্মঃ আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা
- সারমর্মঃ গাহি তাহাদের গান, ধরণীর বুকে দিল যারা আনি ফসলের ফরমান
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।