রচনানির্মিতি

রচনাঃ ছাত্র জীবন

ছাত্র জীবন

আজকের পোস্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা শেয়ার করব “ছাত্র জীবন/ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য/জাতিগঠনে ছাত্রসমাজের ভূমিকা বাংলা রচনা“। এই রচনাটি আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমরা এই রচনাটি যত সম্ভব সহজ রাখার চেষ্টা করেছি – তোমাদের পড়তে সুবিধা হবে। চলো শুরু করা যাক।

ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য/জাতিগঠনে ছাত্রসমাজের ভূমিকা/ছাত্র জীবন

সূচনা

ছাত্র জীবন ভবিষ্যৎ জীবনগঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশের পূর্বে মানুষ তার জীবনের যে অংশটুকু বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় প্রভৃতি স্থানে প্রাতিষ্ঠানিক শিক্ষার্জনে অতিবাহিত করে, তাকে ছাত্র জীবন বলে অভিহিত করা হয়। ছাত্র জীবন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান ও মধুর সময়।

ছাত্র জীবনের গুরুত্ব 

ছাত্র জীবন ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি পর্ব। জীবনকে সাফল্যময় ও সুন্দর করে গড়ে তুলতে ছাত্র জীবনেই অর্জন করতে হবে সৎ শিক্ষা এবং সৎ গুণাবলি। ছাত্র জীবনে যে শিক্ষা অর্জিত হয় তাই ভবিষ্যৎ জীবনকে সুগঠিত, বিকশিত ও পরিপূর্ণ করে তোলে । এ জন্যই ছাত্র জীবন এত বেশি গুরুত্বপূর্ণ।

দায়িত্ব ও কর্তব্য 

ছাত্র জীবনের প্রথম ও প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো বিদ্যার্জনের প্রতি মনোযোগী হওয়া।

একজন ছাত্রকে সব সময়ই মনে রাখতে হবে যে, ‘ছাত্রনং অধ্যয়নং তপঃ’।

অধ্যয়নই হবে ছাত্র জীবনের একমাত্র তপস্যা। এ তপস্যায় সাফল্য অর্জনের জন্যে একজন ছাত্রকে অবশ্যই অধ্যবসায়ী ও শ্রমনিষ্ঠ হতে হবে। কারণ শ্রমবিমুখ মেধা এবং পরিচর্যাহীন প্রতিভা’ কখনোই কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে না। ছাত্র জীবনে সময়ের প্রতি অতিশয় সচেতন হতে হবে। কোনো পাঠই আগামীদিনের জন্যে ফেলা রাখা উচিত হবে না। পরীক্ষায় ভালো ফলাফল করা ছাত্র জীবনের একটি চরম লক্ষ্য। নিয়মিত পাঠাভ্যাস ছাড়া কখনোই ভালো ফলাফল লাভো করা যায় না। তাই সময়ের প্রতি অবহেলা না করে একজন ছাত্রকে নিয়মিত অধ্যয়ন করতে হবে। লেখাপড়া ছাত্র জীবনের প্রধান তপস্যা হলেও আপন কর্তব্যের পাশাপাশি ছাত্র জীবনে আরো কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্ব পালনের মধ্য দিয়ে ছাত্র জীবনে পরিপূর্ণতা অর্জন করে ।

See also  রচনাঃ মুক্তিযুদ্ধ জাদুঘর

পারিবারিক দায়িত্ব 

যেকোনো ছাত্রই বেড়ে ওঠে পারিবারিক পরিবেশের অফুরন্ত আদর ও প্রযত্নে। তাই একজন ছাত্রকে শিক্ষার্জনের পাশাপাশি তাকে দৃষ্টি দিতে হবে আপন পরিবারের প্রতি। মাতা-পিতা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সদাচার প্রদর্শন করতে হবে। তাঁদের খোঁজ-খবর ও পরিচর্যা করতে হবে। পরিবার হচ্ছে একজন ছাত্রের প্রস্তুতি ক্ষেত্র। ভবিষ্যতে যখন তার ওপর সমাজ কিংবা রাষ্ট্রের দায়িত্বভার অর্পিত হবে তখন যেন সে তা যথাযথভাবে প্রতিপালনে সমর্থ হয় পরিবার হচ্ছে সেই ভবিষ্যৎ দায়িত্ব গ্রহণের প্রথম পাঠগৃহ। পারিবারিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন ছাত্রের অনাগত কর্মময় জীবনের ভিত্তি প্রস্তুত হয়।

সামাজিক দায়িত্ব 

মানুষ সামাজিক জীব। সমাজের প্রতি রয়েছে মানুষের বহুবিধ দায়বদ্ধতা। এ সমাজের তারুণ্যদীপ্ত সচেতন অংশ হচ্ছে ছাত্রসমাজ। সংস্কারমুক্ত, শোষণহীন ও প্রগতিশীল একটি সুন্দর সমাজগঠনের দায়িত্ব ছাত্রসমাজের। ছাত্ররাই পারে তাদের সুন্দর মন ও সুকুমার বৃত্তি দিয়ে সমাজকে পরিচ্ছন্ন করে সাজাতে। সমাজের ক্লেদ, গ্লানি,পশ্চাৎপদতা দূর করতে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। নিরক্ষরতা দূরীকরণ, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, দুর্গতদের সাহায্য প্রদান প্রভৃতির মধ্য দিয়ে একজন ছাত্র তার সামাজিক দায়িত্বকে সুন্দরভাবে প্রতিপালন করতে পারে। প্রতিটি ছাত্রকে সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের শিক্ষা ছাত্র জীবনেই গ্রহণ করা উচিত।

রাষ্ট্রীয় দায়িত্ব 

ছাত্ররা সমাজ তথা রাষ্ট্রের একটি সচেতন অংশ। লেখা-পড়ার পাশাপাশি একজন ছাত্রকে রাষ্ট্রের প্রতি কর্তব্য ও দায়িত্বশীল হতে হবে। জাতিগঠনে ছাত্রসমাজকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। দেশের দুর্যোগ দুর্দিনে ছাত্রসমাজকে প্রাণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে সর্বদাই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। তাদেরকে অন্তরে লালন করতে হবে সুগভীর দেশপ্ৰেম ।

ছাত্র জীবন ও চরিত্রগঠন 

চরিত্র মানব জীবনের একটি শ্রেষ্ঠ সম্পদ। চারিত্রিক শুদ্ধতা ছাড়া একজন মানুষ কখনোই যথার্থভাবে বড় হতে পারে না। চরিত্রহীন মানুষ পশুর চেয়েও অধম। চরিত্র জীবনকে সুগঠিত ও সুপ্রতিষ্ঠিত করে। চরিত্র মানবজীবনের মুকুট স্বরূপ। চরিত্রগঠনের জন্যে প্রয়োজন উপযুক্ত শিক্ষা ও সাধনা। লেখা-পড়ার পাশাপাশি ছাত্রসমাজকে শিষ্টাচার, সত্যবাদিতা, বিনয়, কর্তব্যপরায়ণতা প্রভৃতি মহাগুণের অনুশীলনে নিজেদেরকে চরিত্রবান করে গড়ে তুলতে হবে।

See also  সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা

ছাত্র জীবন ও শৃঙ্খলাবোধ 

ছাত্র জীবনই শৃঙ্খলা অনুশীলনের সর্বোত্তম সময়। জীবনে উন্নতির মধ্যে শৃঙ্খলাবোধ অত্যাবশ্যক । বিশ্বব্রহ্মাণ্ডের সামান্য অণু-পরমাণু থেকে বিশাল গ্রহ-নক্ষত্র সমস্ত কিছুই এক কঠোর শৃঙ্খলায় আবদ্ধ। সূর্যোদয়-সূর্যাস্ত সবই এক দুর্লঙ্ঘ নিয়মের অধীন। মানবজীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে হলে প্রয়োজন নিয়মের শাসন। প্রত্যেকের মনে রাখা উচিত যে, শৃঙ্খলাবোধই জীবন-বিকাশের উজ্জীবন মন্ত্র। ছাত্র জীবন ভবিষ্যৎ জীবন বিকাশের একটি অনুকূল গতিপথ নির্মাণ করে দেয়। ছাত্রসমাজের মনে রাখা প্রয়োজন যে, শৃঙ্খলাবোধর অভাব যেন তাদের পায়ে কখনোই শৃঙ্খল পরাতে না পারে। ছাত্র জীবন শৃঙ্খলাবোধ চর্চার একটি উর্বর ক্ষেত্র। প্রত্যূষে ঘুম থেকে ওঠতে হবে। নিয়মিত পাঠানুশীলন করতে হবে। সময়মতো আহার, ব্যায়াম, বিশ্রাম ও খাদ্য গ্রহণ করতে হবে। বই-পত্র, পোশাক-আশাক পরিচ্ছন্ন গুছ-গাছ রাখতে হবে। শৃঙ্খলা অনুশীলনের মধ্য দিয়েই ছাত্র জীবন হয়ে ওঠবে সুন্দর ও সাফল্যমণ্ডিত।

জীবনের লক্ষ্য স্থিরীকরণ 

ছাত্র জীবনের অব্যবহিত পড়েই শুরু হয় কর্মজীবন। বৃহত্তর কর্মজীবনের প্রস্তুতি পর্ব ছাত্র জীবন। ছাত্র জীবন ভবিষ্যৎ জীবনের লক্ষ্য স্থিরীকরণের একটি যথার্থ সময়। তাই ছাত্র জীবনে কেবল পড়াশুনা নিয়ে ব্যস্ত থেকে ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন থাকা অনুচিত। লক্ষ্যহীনভাবে বিদ্যাচর্চা করলে পরবর্তী জীবনে তা খুব একটি সুফল বয়ে আনে না। তাই ছাত্র জীবনে লক্ষ্য স্থির করে শিক্ষালাভ করলে ভবিষ্যৎ জীবন সার্থক ও সুন্দরভাবে গঠন করা যায় ।

উপসংহার 

ছাত্র জীবন নানা দিক থেকে গুরুত্ববহ একটি শিক্ষার্জনকাল । ছাত্র জীবনের সুদীর্ঘ পরিসর জুড়ে চলে ভবিষ্যৎ জীবন গঠনের প্রস্তুতি। ছাত্র জীবনে অধ্যয়নের পাশাপাশি রয়েছে নানাবিধ দায়িত্ব ও কর্তব্য। পরিবার, সমাজ, দেশ ও জাতির প্রতি ছাত্রসমাজকে সবসময়ই দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ থাকতে হবে। 

তাদেরকে সবসময়ই মনে রাখতে হবে— 

“We are sent into this life to serve the distressed humanity and do well being to others’.

আশা করি আজকের পোস্টটি তোমাদের ভালো লেগেছে। তুমি যদি অন্য কোনো রচনা চাও তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। ধন্যবাদ।

Related posts

আবেদন পত্রঃ অর্ধদিবসের ছুটি দেবার জন্য অনুরোধ করে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ

Swopnil

ভাবসম্প্রসারণঃ মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে

Swopnil

ভাবসম্প্রসারণঃ করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে

Swopnil

Leave a Comment