আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি পত্র দেখব – বাংলাদেশের বিগত বন্যার কথা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখ। এই পত্রটি অনেক গুরুত্বপূর্ণ একটি পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।
তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই পত্রটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো পত্র নিয়ে এসেছি।
তাহলে চলো, শুরু করা যাক।
বাংলাদেশের বিগত বন্যার কথা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখ
২৯-১০-২০১৮ ইং
প্রিয় দুর্জয়,
ভয়াবহ বন্যা-স্রোতের নির্মম গ্রাসে এবারে তলিয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ। দূর প্রবাস থেকে হয়তো জেনেছো দুঃখের মন্দ- স্রোতে ভাসছে জনপদ । এমন ভয়াবহ বন্যা আর কোনোদিন দেখিনি। প্রায় সমগ্র বাংলাদেশই এবার বন্যা কবলিত হয়ে পড়েছিল। কোথাও কোথাও এবারের বন্যার ভয়াবহতা ‘৯৮ সালের বন্যাকেও অতিক্রম করেছিল। এর আরো একটি ক্ষতিকর দিক হলো দীর্ঘ সময়ব্যাপী জনপদকে জলমগ্ন রাখা ।
বন্যা বাংলাদেশের একটি নিত্যনৈমিত্তিক মারাত্মক সমস্যা। প্রায় প্রতি বছরই বন্যার কবলে বিপর্যন্ত হয় আমাদের দেশ। উপর্যুপরি বন্যার কারণে আমাদের কৃষিনির্ভর অর্থনীতির ভিত আজ দোদুল্যমান। এবারের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার নজির ইতিহাসে বিরল। বন্যার ফলে ব্যাপক শস্যহানি ঘটেছে। রাস্তা-ঘাট বিনষ্ট হয়েছে। নদীর ভাঙ্গনে হাজার হাজার বিঘা জমি আর শত শত ঘর- বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। গবাদি পশুর প্রাণহানি ঘটেছে ব্যাপক। শিল্প উৎপাদন ব্যাহত হয়েছে মারাত্মকভাবে। কলেরা, আমাশয়, ঢাইফয়েডে আক্রান্ত হয়ে মারা গেছে অনেক লোক। বন্যার সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। চারদিকে পানি আর পানি। বাঁধের ওপর মানুষ, ভেলায় মানুষ, নৌকায় মানুষ। ক্ষুধা, বৃষ্টি, দূষিত পানি, অস্বাস্থ্যকর পরিবেশ- সবকিছু মিলিয়ে কী এক দুর্বিষহ জীবন। আমরাও ঘর-বাড়ি ছেড়ে প্রায় পনেরো দিন নৌকায় ছিলাম। সে এক ভয়াবহ অভিজ্ঞতা।
সুদূর ইংল্যাণ্ড থেকে জানি না উপলব্ধি করতে পারবে কি না বিগত বন্যায় দেশবাসীর কষ্ট। এখন প্রয়োজন বন্যা পরবর্তী পুনর্বাসন এবং ব্যাপক সাহায্য । তোমরা যারা প্রবাসী আছ ইচ্ছে করলে এ ব্যাপারে তোমরাও পদক্ষেপ নিতে পার ।
পত্র পেয়ে উত্তর দিও। বড়দের প্রতি সালাম ও ছোটোদের প্রতি স্নেহ রইল ।
ইতি
তোমার প্রীতিমুগ্ধ
শিপলু
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।