অনুচ্ছেদনির্মিতিবাংলা

অনুচ্ছেদঃ লোড শেডিং

অনুচ্ছেদঃ লোড শেডিং

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি  অনুচ্ছেদ দেখব – লোড শেডিং। এইটি অনেক গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এইটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো অনুচ্ছেদ নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

লোড শেডিং

বিদ্যুৎ বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার। আধুনিক জীবন বিদ্যুৎনির্ভর। শিল্পকারখানা, কৃষি, চিকিৎসাসহ দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিহার্য। বিদ্যুৎ সব ধরনের কর্মকাণ্ডে অভূতপূর্ব গতিসঞ্চার করেছে। বিদ্যুতের কল্যাণে মানুষের জীবনযাপন হয়ে ওঠেছে সহজ ও সুখময়। বিদ্যুৎ মানুষের শ্রম ও সময়ের অপচয় বহুগুণে কমিয়ে দিয়েছে। বিদ্যুতের অভাবে আধুনিক জীবন হয়ে পড়ে স্থবির ও অচল। এক মুহূর্তের বিদ্যুৎহীনতা বহু কর্মকাণ্ডকে ব্যাহত করে। অর্থনৈতিক অগ্রগতি ও স্বাচ্ছন্দ্যময় জীবনের সঙ্গে বিদ্যুতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও স্বাচ্ছন্দ্যময় শিল্প-কারখানাগুলো আজ মুমূর্ষু প্রায়। জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি করে। লোড শেডিং-এর কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে। দিন দিন লোড-শেডিং-এর মাত্রা বেড়েই চলছে। বিদ্যুৎ সরবরাহে ঘাটতি বা বিঘ্নই হচ্ছে লোড শেডিং। আমাদের দেশের সব এলাকার সব মানুষই লোড-শেডিং শব্দটির সঙ্গে অতি পরিচিত। বিদ্যুতের কোনো একটি লাইনে যখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় তখন সেই লাইনের বিদ্যুৎভোগীরা লোড- শেডিং-এর কবলে পতিত হয়। বর্তমানে লোড শেডিং আমাদের দেশের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিল্প-কারখানা, বিপণিকেন্দ্র, সিনেমা হল, হাসপাতাল, পরীক্ষা কেন্দ্র কোনোকিছুই লোড-শেডিং-এর আওতামুক্ত নয়। লোড-শেডিং-এর কারণে দিন দিন ব্যাপক হারে উৎপাদন হ্রাস পাচ্ছে, ফলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। লোড-শেডিং-এর কারণে ক্লিনিক এবং হাসপাতালগুলোতে রোগীরা ভোগান্তি ও কষ্টের শিকার হয়। শিশু এবং বৃদ্ধরা গরমে যন্ত্রণা ভোগ করে। ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ব্যাহত হয়। লোড শেডিংয়ের কারণে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে হাবুডুবু খায় নগরজীবন।

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে আবেদন পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

অনুচ্ছেদঃ পরিবেশ দূষণ

Swopnil

ভাবসম্প্রসারণঃ নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশীয় ভাষা, পুরে কি আশা?

Swopnil

রচনাঃ কম্পিউটার

Swopnil