সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ-মাতারই মুক্তিকামী দেশের সে যে আশা।
মুক্তিকামী মহাসাধক, মুক্ত করে দেশ,
সবারই সে অন্ন জোগায়, নেই কো গর্ব লেশ।
ব্রত তাহার পরের হিত — সুখ নাহি চায় নিজে,
রৌদ্রদাহে তপ্ত তনু শুকায় মেঘে ভিজে।
আমার দেশের মাটির ছেলে, করি নমস্কার,
তোমায় দেখে চূর্ণ হউক সকল অহংকার।
তুমি মোদের সবার নেতা, তুমি মহাপ্রাণ।
তোমায় দেখে চূর্ণ হউক ভণ্ড নেতার মান।
সারমর্ম: দেশের কল্যাণে সবচেয়ে বেশি আত্মত্যাগ করে আমাদের দেশের কৃষকরা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা দেশের মানুষের খাদ্য জোগায়। তাদের এ মহৎ কাজ থেকে আমাদের নতুন প্রত্যয়ে দেশ গড়ার প্রেরণা নেওয়া উচিত।
সারমর্মঃ আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা
সারমর্মঃ গাহি তাহাদের গান, ধরণীর বুকে দিল যারা আনি ফসলের ফরমান
সারমর্মঃ বিশ্ব-জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র
সারমর্মঃ বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে
সারমর্মঃ উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের