আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি পত্র দেখব – বনভোজনে যাবার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একখানা পত্র লেখ। এই পত্রটি অনেক গুরুত্বপূর্ণ একটি পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।
তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই পত্রটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো পত্র নিয়ে এসেছি।
তাহলে চলো, শুরু করা যাক।
বনভোজনে যাবার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একখানা পত্র লেখ
২৪ ডিসেম্বর, ২০১৮
ধামরাই, ঢাকা
সুপ্রিয় সাগর,
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিও। পরীক্ষা শেষের এ অবকাশে একটু ঘুরে আসতে চাই সবুজমণ্ডিত কোনো এক মনোরম স্থান থেকে । তুমি জেনে খুশি হবে যে, আগামী ৭ জানুয়ারি আমরা বনভোজনে ‘ময়নামতি’ যাচ্ছি।
আমাদের ক্লাসের চল্লিশজন ছাত্র এ বনভোজনে অংশ নেবে। সাথে থাকছেন আমাদের বিদ্যালয়ের চারজন সুযোগ্য শিক্ষক। একজন করে অতিথিও সঙ্গে নেওয়া যাবে। তোমার ময়নামতির শালবনবিহার ও পুরোনো কীর্তি দেখার শখ দীর্ঘদিনের। তাই আমি আশা করবো যে, তুমিও আমাদের সাথে এ বনভোজনে অংশ নেবে। এ বনভোজনে তোমাকে সাথী হিসেবে পেলে খুবই আনন্দিত হবো। ৭ জানুয়ারি সকাল ৮ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ময়নামতির উদ্দেশে আমাদের যাত্রা শুরু হবে। তুমি আগের দিন আমাদের বাসায় এসে উপস্থিত হলে খুবই খুশি হবো । নির্ধারিত দিনে তোমার আগমনের প্রতীক্ষায় রইলাম । তোমার সুন্দর জীবন কামনা করে শেষ করছি।
ইতি
প্রীতিমুগ্ধ
রূপক
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।