আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি আবেদন পত্র দেখব – গরমের কারণে প্রাতঃকালীন স্কুল শুরুর আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ। এইটি অনেক গুরুত্বপূর্ণ একটি আবেদন পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।
তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এইটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো আবেদন পত্র নিয়ে এসেছি।
তাহলে চলো, শুরু করা যাক।
গরমের কারণে প্রাতঃকালীন স্কুল শুরুর আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ
১৭ এপ্রিল, ২০১৮
বরাবর
প্রধান শিক্ষক
ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
কুমিল্লা ।
বিষয় : প্রাতঃকালীন স্কুল শুরুর আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গ্রীষ্মকালহেতু বেশ কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। এ প্রচণ্ড রৌদ্র তাপ মাথায় করে সকাল দশটায় আমাদের পক্ষে দূর-দূরান্ত থেকে স্কুলে আসা ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়া গ্রীষ্মের মধ্যাহ্নে অসহনীয় গরমে পাঠে মনোযোগ রাখাও বেশ কঠিন হয়ে পড়েছে।
অতএব,
প্রার্থনা এই যে, গ্রীষ্মের রৌদ্রদাহের প্রখরতা বিবেচনা করে গ্রীষ্মকালীন সময়ে প্রাতঃস্কুলের অনুমতি প্রদান করলে সকল ছাত্র-ছাত্রীই বিশেষভাবে উপকৃত হবে।
নিবেদক
আপনার একান্ত অনুগত
ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
ছাত্রীবৃন্দ
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে আবেদন পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।