বাংলানির্মিতিভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা

সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি ভাবসম্প্রসারণ দেখব – সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা। এই ভাবসম্প্রসারণটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই ভাবসম্প্রসারণটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো ভাবসম্প্রসারণ নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা

মূলভাব: জগৎ-সংসারে বিরাজমান দুঃখ-দৈন্যের মধ্যে আশাই মানুষকে পথ চলতে সাহায্য করে।

সম্প্রসারিত ভাব : নানাবিধ সমস্যার আবর্তে মানুষ প্রতিনিয়তই জর্জরিত। সীমাহীন সাগরের উত্তাল ঢেউয়ের মতো জগৎ সংসার দুঃখ-কষ্টে উদ্বেলিত। আমাদের প্রাত্যহিক জীবনের চারদিকে বিস্তৃত হয়ে আছে অসংখ্য প্রতিবন্ধকতা। সমুদ্র যাত্রায় বিক্ষুব্ধ সাগর পারি দিতে না পারলে যেমন মৃত্যু নিশ্চিত তেমনি সংসারের জটিল আবর্তনকে অতিক্রম করতে না পারলে পতন অনিবার্য। মানুষের সামনে বিস্তৃত হয়ে আছে এক ধূসর ভবিষ্যৎ তার সঠিক পরিসংখ্যান মানুষ জানে না। দুঃখের চলিষ্ণু বর্তমান কখন শেষ হবে তাও মানুষের অজানা। তবুও আশা মানুষকে দুঃখ জয়ের সাহস যোগায়, অনাগত ভবিষ্যতের স্বপ্ন সাজায় রঙিন আশায়। সোনালি প্রত্যয় ভিড় করে চোখের পাতায়। দুঃসাহসিক নাবিক ভেলায় চড়ে যেমন পাড়ি দেয় অশান্ত সমুদ্র তেমনি সংসার সাগরে মানুষকে তীরের ঠিকানায় নিয়ে যায় আশার ভেলা। আশা আছে বলেই মানুষের দুঃখ জয়ের বাসনা এতো তীব্র। আজকের যাপিত সংকট আগামীদিনে তিরোহিত হবে-এ আশাটুকুই, মানুষ পোষণ করে বুকের গভীরে। তাইতো শত-সংকুঁটেও মানুষের জীবনতরি ধেয়ে চলে সামনের দিকে।

মন্তব্য : দুঃখ-সংকুল মানুষের জীবনে আশাই হচ্ছে দুঃখ অতিক্রমের একমাত্র বৈতরণি ।

আরও পড়ুনঃ

See also  রচনাঃ সময়ের মূল্য

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

ভাবসম্প্রসারণঃ মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে

Swopnil

ভাবসম্প্রসারণঃ নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে

Swopnil

রচনাঃ শ্রমের মর্যাদা

Swopnil

Leave a Comment