Regular Content

ভাবসম্প্রসারণঃ অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে

অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি ভাবসম্প্রসারণ দেখব – অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে। এই ভাবসম্প্রসারণটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই ভাবসম্প্রসারণটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো ভাবসম্প্রসারণ নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে

মূলভাব : কোনো জিনিসের অভাবই মানুষের মনকে দুঃখে ভারাক্রান্ত করে তোলে ।

সম্প্রসারিত ভাব : অভাববোধ এবং অভাব পুরণ মানুষের সহজাত বৈশিষ্ট্য। একটি অভাব পূরণের সাথে সাথে হাজারও অভাব মনের জানালায় এসে উকি দেয়। আর সেই অভাব পূরণের জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে। সামর্থ্যের বাইরেও নানা রকম বিলাসজাত দ্রব্যের অভাব দেখা দেয়। যা পূরণ করা মানুষের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। তা পূরণের জন্য কেউ অন্যায় পথ বেছে নেয়। মনের কোণে বেদনা ও না পাওয়ার হতাশা বাসা বাধে তখন নিজেকে অসহায় ভাবতে ইচ্ছা হয়। সত্যিকার অর্থে, মানুষ যা পায় তাতে সন্তুষ্ট থাকা উচিত। হাজারও অভাব ও চাহিদা মানুষের আছে কিন্তু সবটা পূরণ না হলে তখন মনে হয় অসহায়। সীমাহীন অভাব যার যত বেশি তার অতৃপ্তি ও দুঃখবোধ তত বেশি। নিত্য প্রয়োজনীয় অভাব পুরণের প্রচেষ্টা সবার থাকা উচিত। কিন্তু অতিরিক্ত অভাবসমূহ পূরণ করতে আবার প্রচুর অর্থ দরকার। সে অর্থ যোগান দেওয়া ও অভাব পূরণ করতে অন্য পথে পা বাড়ানো ছাড়া গত্যন্তর নেই।

মন্তব্য: যার অভাব কম সে আত্মতৃপ্তি নিয়ে নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে সুখে শান্তিতে বসবাস করে। যখন যা পায় তাকেই বেশ মনে করে তৃপ্তি লাভ করে থাকে। তাই বলা হয়েছে, অভাব অল্প হলে দুঃখ হয়ে থাকে।

আরও পড়ুনঃ

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে ভাব সম্প্রসারণ যেটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই ভাব সম্প্রসারণ নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

ভাবসম্প্রসারণঃ ভোগে প্রকৃত সুখ নাই, কর্ম সম্পাদন করাতেই প্রকৃত সুখ

Swopnil

রচনাঃ বাংলাদেশের ফুল

Swopnil

How to Write a CV in SSC & HSC Exam

Swopnil