নির্মিতিবাংলাসারমর্ম

সারমর্মঃ বিশ্ব-জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

সারমর্মঃ বিশ্ব-জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

বিশ্ব-জোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবের নতুন জিনিস
শিখছি দিবারাত্র;
এই পৃথিবীর বিরাট খাতায়-
পাঠ্য যে-সব পাতায় পাতায়,
শিখছি সে-সব কৌতূহলে —
সন্দেহ নাই মাত্র।
(তথ্যসূত্র: সবার আমি ছাত্র)

সারমর্ম: শিক্ষার কোনো শেষ নেই। চারপাশের সবকিছুই আমাদের কোনো না কোনোভাবে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে আছে । এ শিক্ষা আহরণ করতে প্রয়োজন কেবল সূক্ষ্ম অন্তদৃষ্টি। মানবিক ও নৈতিক শিক্ষাও আমরা আমাদের আপন পরিবেশ থেকেই লাভ করি।

সারমর্মঃ উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের

সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা

সারমর্মঃ আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা

সারমর্মঃ কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর?

সারমর্মঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল

Related posts

অনুচ্ছেদঃ বায়ু দূষণ

Swopnil

অনুচ্ছেদঃ শীতের সকাল

Swopnil

রচনাঃ গরু

Swopnil