গাহি তাহাদের গান —
ধরণীর বুকে দিল যারা আনি ফসলের ফরমান
শ্রম-কিণাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
এস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে-ফলে।
বন্য-শ্বাপদ-সঙ্কুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা।
সারমর্ম: শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রমের বিনিময়েই পৃথিবী ফুলে-ফলে ভরে উঠেছে। তাই শ্রমজীবী মানুষদের প্রশংসা ও শ্রদ্ধা করা আমাদের সকলের দায়িত্ব।
সারমর্মঃ বিশ্ব-জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র
সারমর্মঃ বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে
সারমর্মঃ উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের