নির্মিতিবাংলাসারমর্ম

সারমর্মঃ গাহি তাহাদের গান, ধরণীর বুকে দিল যারা আনি ফসলের ফরমান

সারমর্মঃ গাহি তাহাদের গান, ধরণীর বুকে দিল যারা আনি ফসলের ফরমান

গাহি তাহাদের গান —
ধরণীর বুকে দিল যারা আনি ফসলের ফরমান
শ্রম-কিণাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
এস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে-ফলে।
বন্য-শ্বাপদ-সঙ্কুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা।

সারমর্ম: শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রমের বিনিময়েই পৃথিবী ফুলে-ফলে ভরে উঠেছে। তাই শ্রমজীবী মানুষদের প্রশংসা ও শ্রদ্ধা করা আমাদের সকলের দায়িত্ব।

সারমর্মঃ বিশ্ব-জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র

সারমর্মঃ বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে

সারমর্মঃ উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের

সারমর্মঃ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা

সারমর্মঃ আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা

Related posts

অনুচ্ছেদঃ রিকশাওয়ালা

Swopnil

ভাবসম্প্রসারণঃ চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ

Swopnil

সারমর্মঃ বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে

Swopnil