চিঠিনির্মিতিবাংলা

পত্রঃ বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে বন্ধুর নিকট পত্র লেখ

বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে বন্ধুর নিকট পত্র লেখ

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি পত্র দেখব – বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে বন্ধুর নিকট পত্র লেখ। এই পত্রটি অনেক গুরুত্বপূর্ণ একটি পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই পত্রটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো পত্র নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে বন্ধুর নিকট পত্র লেখ

২৭ জুন, ২০১৮

অভয়পুর, কুষ্টিয়া

প্রিয় শাকিল

প্রীতি রইল। দীর্ঘদিন যাবৎ তোমার কোনো সংবাদ জানি না। আশা করি কুশলেই আছ। আমিও এক প্রকার ভালো আছি। তবে ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালন নিয়ে বেশ কিছু ব্যস্ততার মধ্যে সময় কেটে গেল। তুমি নিশ্চয় জান, চলতি মাসের ১৫ তারিখ থেকে করেছিলাম। আমরা আমাদের স্কুল প্রাঙ্গণ এবং বিভিন্ন রাস্তার ধারে প্রায় এক হাজার বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করেছি। বৃক্ষরোপণ সপ্তাহ শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে আমরা আমাদের স্কুল থেকে বৃক্ষরোপণের এক ব্যাপক কর্মসূচি গ্রহণ হয়ে সুগন্ধে মন ভরে তুলে— সৌন্দর্যে দৃষ্টিকে মুগ্ধ করে। ফলের আস্বাদে মানুষকে পরিতৃপ্ত করে। কাঠ দান করে আসবাবপত্র মানব জীবনের নানা প্রয়োজনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ মানুষের দোরের কাছে দাঁড়িয়ে ছায়া দান করে। ফুলভারে শোভিত তৈরিতে সাহায্য করে। জ্বালানি হিসেবে জীবন বিসর্জন দিয়ে মানুষের উপকার করে। বৃক্ষের এ বহুমুখী প্রয়োজনীয়তার কারণে বৃক্ষের বিবেচনা করে দেশে প্রতি বছরই বর্ষাকালে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। নিধন বা ধ্বংসও বেশি। বৃক্ষ অক্সিজেন দান করে প্রাণিকুলের জীবন রক্ষা করে। জীবনের বহুমুখী প্রয়োজনে বৃক্ষের এ গুরুত্ব কিন্তু ব্যাপক বৃক্ষ নিধন করে মানুষ প্রকৃতির ভারসাম্য বিনষ্ট করছে। আমাদের দেশের আয়তনের এক-চতুর্থাংশ বনভূমির জায়গায় মাত্র বারো শতাংশ বনভূমি রয়েছে। বৃক্ষরোপণ অভিযান পরিচালনার মাধ্যমে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে এবং পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এ ব্যাপারে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যাপক জনগোষ্ঠীরও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। সুতরাং এ ব্যাপারে ছাত্র-সমাজকে এগিয়ে আসতে হবে। আশা করি তুমিও আমার সাথে একমত হবে। সুতরাং বৃক্ষরোপণ করতে হবে নিজের স্বার্থে এবং জাতির বৃহত্তর কল্যাণে। পরিবেশ সংরক্ষণে তাই বৃক্ষরোপণ অভিযানের সাফল্য সকলের কাম্য হওয়া উচিত ।

বৃক্ষের প্রশান্ত জীবনাদর্শে পল্লবিত হোক তোমার জীবন। সর্বাত্মক মঙ্গল কামনা করে শেষ করছি।

ইতি

তোমার প্রিয় বন্ধু

জয়ন্ত

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

পত্রঃ  সংবাদপত্র পাঠের উপকারিতা বর্ণনা করে বন্ধুকে পত্র লেখ

Swopnil

রচনাঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

Swopnil

ভাবসম্প্রসারণঃ জীবনের মূল্য আয়ুতে নহে, কল্যাণপুত কর্মে

Swopnil