আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি পত্র দেখব – পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে পিতার নিকট পত্র লেখ। এই পত্রটি অনেক গুরুত্বপূর্ণ একটি পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।
তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই পত্রটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো পত্র নিয়ে এসেছি।
তাহলে চলো, শুরু করা যাক।
পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে পিতার নিকট পত্র লেখ
১২/০৮/২০১৮ ইং
৫০ মধুবাগ, মগবাজার, ঢাকা
পূজনীয় বাবা,
আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। কয়েকদিন আগে আপনার পত্র পেয়ে সবিশেষ আনন্দিত হলাম। দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য ব্যস্ত থাকার কারণে পত্র পাওয়া মাত্র উত্তর দিতে পারিনি বলে দুঃখিত। আশা করি, এ অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।
গতকাল আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়েছে। আপনাদের আশীর্বাদে সব বিষয়ের পরীক্ষাই ভালো হয়েছে। তবে সবচেয়ে ভালো হয়েছে গণিত পরীক্ষা। আমি আশাবাদী যে, গণিতে ৯৫% নম্বর পাব। ইংরেজিসহ অন্যান্য বিষয়েও গড়ে ৮০% নম্বর পার বলে ধারণা করছি। ফলাফল প্রকাশ হওয়া মাত্র পত্র মারফত বিস্তারিত জানাবো।
মা কেমন আছেন? বাড়িতে অন্যরা কেমন আছে জানাবেন। আমার জন্যে দুশ্চিন্তা করবেন না। ভগবানের কাছে আশীর্বাদ করবেন যেন সুস্থ শরীরে নিয়মিত পড়াশুনা করে যেতে পারি। মাকে প্রণাম এবং চন্দনা ও সঞ্চয়কে আমার স্নেহাশিস্ জানাবেন ।
ইতি
আপনার স্নেহের প্রদীপ
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।