নির্মিতিচিঠিবাংলা

পত্রঃ  সংবাদপত্র পাঠের উপকারিতা বর্ণনা করে বন্ধুকে পত্র লেখ

 সংবাদপত্র পাঠের উপকারিতা বর্ণনা করে বন্ধুকে পত্র লেখ

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি পত্র দেখব –  সংবাদপত্র পাঠের উপকারিতা বর্ণনা করে বন্ধুকে পত্র লেখ। এই পত্রটি অনেক গুরুত্বপূর্ণ একটি পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এই পত্রটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো পত্র নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

 সংবাদপত্র পাঠের উপকারিতা বর্ণনা করে বন্ধুকে পত্র লেখ

২৫ অক্টোবর, ২০১৮

প্রিয় সজীব,

তোমার প্রীতিভরা পত্রটি গতকাল আমার হস্তগত হয়েছে। তুমি সংবাদপত্র পাঠের উপকারিতা সম্পর্কে আমার অভিমত জানতে চেয়েছ । তোমার কৌতূহলের প্রশংসা না করে পারছি না ।

সংবাদপত্র আধুনিক সভ্যতার একটি শ্রেষ্ঠ বাহন। বর্তমান যুগে একজন চৌকষ ও পরিপূর্ণ মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে প্রয়োজন বিশ্বের ঘটনাস্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলা। সংবাদপত্র সেই পথটিকে প্রশস্ত করে দিয়েছে; মানুষের জীবনধারা ও কর্মকে ব্যাপকভাবে প্রসারিত ও গতিশীল করে তুলেছে। আজকের সভ্য সমাজে সংবাদপত্রের সংস্পর্শহীনতা কেউ কল্পনাও করতে পারে না। সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর বহুবিচিত্র ঘটনাবলি ঘরে বসে স্বল্প সময়ে অবগত হতে পারি। প্রাত্যহিক জীবনের খুঁটিনাটি ঘটনাবলি থেকে শুরু করে দেশের ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহের নানা বিষয় সংবাদপত্রে উপস্থাপিত হয়। কোনো মানুষই আজ আর বিচ্ছিন্ন বা নিঃসঙ্গ নয়। সংবাদপত্রের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র প্রভৃতির মধ্যে এক ঘনিষ্ঠ নৈকট্যের সৃষ্টি হয়েছে। মানুষ দিন দিন । যতই বহির্মুখী হচ্ছে ততই তার জীবনে সংবাদপত্রের গুরুত্ব বেড়ে যাচ্ছে। সংবাদপত্র সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞাপন ইত্যাদি প্রকাশ করে আমাদের অনেক উপকার করে থাকে। বাস্তবতার আলোকে জীবনগঠনে এবং শিক্ষার অঙ্গ হিসেবে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। সংবাদপত্র দেশ ও জাতির মুখপত্র। সংবাদপত্রে একটি জাতির আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম ও সাফল্যের প্রতিফলন ঘটে। নিজেকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে এবং জ্ঞানের পরিধি বিস্তারে আমাদের প্রত্যেককেই নিয়মিত সংবাদপত্র পাঠ করা উচিত। তাই সংবাদপত্র হোক আমাদের দৈনন্দিন পাঠ-সঙ্গী। এ শ্লোগানের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানিয়ে আজকের এ গুরুত্বপূর্ণ পত্রের সমাপ্তি টানছি।

See also  পত্রঃ তুমি কেন একজন কম্পিউটার প্রকৌশলী হতে চাও তার কারণ বর্ণনা করে বন্ধুকে চিঠি লেখ

ইতি

শাহিন

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

রচনাঃ নদীতীরে সূর্যাস্ত

Swopnil

রচনাঃ শৈশব স্মৃতি

Swopnil

অনুচ্ছেদঃ পরীক্ষার পূর্বরাত্রি

Swopnil

Leave a Comment